শনিবার, ৭ জুন, ২০১৪

তুমি এসেছো তাই

আজকে আমার নতুন কবিতায়-
ছন্দ নিলাম তোমার নামে,
শূন্য দেহ ফিরে পেল প্রাণ-
তোমার প্রেমের মিষ্টি টানে ।
হাজারো গোলাপ রাঙালো আজ-
আমার মনের ভুবন,
দুঃখের পাখি আজ উড়াল দিল-
যখন তুমি হলে আপন ।
কষ্টের অতীত আজ নিচ্ছে বিদায়-
তুমি কাছে এসে,
অতীতকে আজ দিচ্ছি বিদায়-
তোমায় ভালোবেসে ।
আজকে আমি তোমার জন্য-
খুলে দিলাম মনের ডোর,
তুমি এসে খুশির আলোয়-
এনেছো নতুন ভোর ।
মনের কষ্টের অন্ধকার আজ-
মেনেছে তো হার,
দুটি জীবন দুজনে মিলে-
করে দেবো পার ॥
--:::--   --:::--   --:::--

ঘুমন্ত পাহাড়ের স্বপ্ন

আকাশের ঐ মেঘের সাথে
বলবো কথা আজ,
তাইতো দাড়িয়ে আছি আমি
উচু রেখে মাথা আজ ।
                      ছুঁয়ে যায় সাদা মেঘ
                      ভিজিয়ে দিয়ে মন,
                      ভালো লাগে দেখতে আমার
                      এই বিশ্ব ভুবন ।
পাহাড়ি কন্যার নূপুর ছন্দে
হারায় আমার ঠিকানা,
বর্ষাকালে তাদের বিরহে
ঝরায় চোখের ঝরণা ।
                      ইচ্ছে আমার বদ্ধ জাগে
                      মিলিয়ে দিতে সুর,
                      মাচাং ঘরে বসে যখন তারা
                      বাজায় সুমধুর ।
সকাল হলে কলসী নিয়ে
যখন আনে জল,
নীরবে দেখি তাদের হাসি
আনন্দে জলমল ।
                       আশ্বিন মাসে যখন তোলে
                       জুমের সোনালী ধান,
                       তখন তাদের রঙীন স্বপ্নে
                       খুশিতে ভরে প্রাণ ॥
                       ★ ★ ★

শুক্রবার, ৬ জুন, ২০১৪

একটি নিশি রাত

আজকের রাতের আকাশে-
রয়েছে অনেক তারা,
সেজেছে এ ভুবন অফরূপে-
সুন্দর হয়েছে ধরা ॥
ভেজা ঘাসের উপরে আজ-
মিটি মিটি জোনাকির আলো,
কষ্টে কাতার আমার প্রাণ-
মনের ভুবন কালো ॥
ক্ষণে ক্ষণে প্রেমের হাওয়া-
মাতাল হয়ে বয়,
মনের মাঝে তোমার ছবি-
কবিতায় আঁকা রয় ॥
অন্ধকারটা ঘন ঘটা-
সূর্য গেছে পাতে,
ভাবছি তোমায় আপন মনে-
একটি নিশি রাতে ॥

অনুভূতি

             ---> অণু
--:::-- --:::-- --:::-- --:::-- --:::--
ভোর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় -
         স্বপ্নে দেখে তোমায়,
মায়াবী তোমার চোখের ঈশারায় -
      ডাকছো তুমি আমায় ॥
   অবাক হলাম তোমায় দেখে -
            এত হাসি মুখ,
খুঁজে নিলাম তোমার চোখের তারায় -
            আমার যত সুখ ॥
      ইচ্ছে আজ করছে আমার -
         ডানা মেলি আকাশে,
        সুখের এই রঙিন স্বপ্ন -
       বিলিয়ে দিই বাতাসে ॥
  চাই আমি তোমার ভালোবাসা -
         সারা জীবনের জন্য,
      তোমায় কাছে পেলে হবে -
       আমার জীবনটা ধন্য ॥
    কবিতা লিখি তোমায় নিয়ে -
        আর আঁকি কত ছবি,
     তোমার প্রেমের জন্য আজ -
          আমি হলাম কবি ॥
        সুরও নয় ছন্দও নয় -
      তবুও চেষ্টা একটু লেখা,
      যখন হয় তোমার সাথে -
           স্বপ্নেতে দেখা ॥
     সুখ আঁকি তোমার মাঝে -
         মনের রঙিন রঙে,
    ইচ্ছে আমার দেয় যে উঁকি -
        নতুন নানান ঢঙে ॥
জানিনা তুমি আমার হবে কিনা -
       তবুও আশা রাখি,
  সারাদিন পথের পানে চেয়ে -
     তোমার আশায় থাকি,
   দেবো প্রেম উজাড় করে -
        হলে তুমি আমার,
আজ থেকেই আমার জীবনটা -
   উৎসর্গ করলাম তোমায় ॥
             ★ ★ ★