---> অণু
--:::-- --:::-- --:::-- --:::-- --:::--
ভোর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় -
স্বপ্নে দেখে তোমায়,
মায়াবী তোমার চোখের ঈশারায় -
ডাকছো তুমি আমায় ॥
অবাক হলাম তোমায় দেখে -
এত হাসি মুখ,
খুঁজে নিলাম তোমার চোখের তারায় -
আমার যত সুখ ॥
ইচ্ছে আজ করছে আমার -
ডানা মেলি আকাশে,
সুখের এই রঙিন স্বপ্ন -
বিলিয়ে দিই বাতাসে ॥
চাই আমি তোমার ভালোবাসা -
সারা জীবনের জন্য,
তোমায় কাছে পেলে হবে -
আমার জীবনটা ধন্য ॥
কবিতা লিখি তোমায় নিয়ে -
আর আঁকি কত ছবি,
তোমার প্রেমের জন্য আজ -
আমি হলাম কবি ॥
সুরও নয় ছন্দও নয় -
তবুও চেষ্টা একটু লেখা,
যখন হয় তোমার সাথে -
স্বপ্নেতে দেখা ॥
সুখ আঁকি তোমার মাঝে -
মনের রঙিন রঙে,
ইচ্ছে আমার দেয় যে উঁকি -
নতুন নানান ঢঙে ॥
জানিনা তুমি আমার হবে কিনা -
তবুও আশা রাখি,
সারাদিন পথের পানে চেয়ে -
তোমার আশায় থাকি,
দেবো প্রেম উজাড় করে -
হলে তুমি আমার,
আজ থেকেই আমার জীবনটা -
উৎসর্গ করলাম তোমায় ॥
★ ★ ★
এই ছোট্ট ব্লগে ছোট ছোট পোস্ট দিয়ে আমার মনের অভিব্যক্তি গুলো প্রকাশ করার চেষ্টা করি । আমার সব অভিব্যক্তি যে আপনার ভালো লাগবে তা কিন্তু মোটেও নয় । তবে আমার সামান্য জ্ঞানে যতদূর পারি আপনাদের আনন্দ যোগানোর চেষ্টা করবো । আর কোথাও যদি কোন ভুল আপনার চোখে পড়ে যায় তাহলে তা শুধরে দিলে খুব খুশি হবো ।
শুক্রবার, ৬ জুন, ২০১৪
অনুভূতি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আপনার লেখার হাত তো বেশ ভালো!
উত্তরমুছুনআমার লেখাগুলো কেমন তা ঠিক জানিনা তবে বানানের প্রতি বেশ নজর দিয়ে লেখার প্রচেষ্টা করি ।
মুছুন