শুক্রবার, ৬ জুন, ২০১৪

একটি নিশি রাত

আজকের রাতের আকাশে-
রয়েছে অনেক তারা,
সেজেছে এ ভুবন অফরূপে-
সুন্দর হয়েছে ধরা ॥
ভেজা ঘাসের উপরে আজ-
মিটি মিটি জোনাকির আলো,
কষ্টে কাতার আমার প্রাণ-
মনের ভুবন কালো ॥
ক্ষণে ক্ষণে প্রেমের হাওয়া-
মাতাল হয়ে বয়,
মনের মাঝে তোমার ছবি-
কবিতায় আঁকা রয় ॥
অন্ধকারটা ঘন ঘটা-
সূর্য গেছে পাতে,
ভাবছি তোমায় আপন মনে-
একটি নিশি রাতে ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন