আজকের রাতের আকাশে-
রয়েছে অনেক তারা,
সেজেছে এ ভুবন অফরূপে-
সুন্দর হয়েছে ধরা ॥
ভেজা ঘাসের উপরে আজ-
মিটি মিটি জোনাকির আলো,
কষ্টে কাতার আমার প্রাণ-
মনের ভুবন কালো ॥
ক্ষণে ক্ষণে প্রেমের হাওয়া-
মাতাল হয়ে বয়,
মনের মাঝে তোমার ছবি-
কবিতায় আঁকা রয় ॥
অন্ধকারটা ঘন ঘটা-
সূর্য গেছে পাতে,
ভাবছি তোমায় আপন মনে-
একটি নিশি রাতে ॥
এই ছোট্ট ব্লগে ছোট ছোট পোস্ট দিয়ে আমার মনের অভিব্যক্তি গুলো প্রকাশ করার চেষ্টা করি । আমার সব অভিব্যক্তি যে আপনার ভালো লাগবে তা কিন্তু মোটেও নয় । তবে আমার সামান্য জ্ঞানে যতদূর পারি আপনাদের আনন্দ যোগানোর চেষ্টা করবো । আর কোথাও যদি কোন ভুল আপনার চোখে পড়ে যায় তাহলে তা শুধরে দিলে খুব খুশি হবো ।
শুক্রবার, ৬ জুন, ২০১৪
একটি নিশি রাত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন