আজকে আমার নতুন কবিতায়-
ছন্দ নিলাম তোমার নামে,
শূন্য দেহ ফিরে পেল প্রাণ-
তোমার প্রেমের মিষ্টি টানে ।
হাজারো গোলাপ রাঙালো আজ-
আমার মনের ভুবন,
দুঃখের পাখি আজ উড়াল দিল-
যখন তুমি হলে আপন ।
কষ্টের অতীত আজ নিচ্ছে বিদায়-
তুমি কাছে এসে,
অতীতকে আজ দিচ্ছি বিদায়-
তোমায় ভালোবেসে ।
আজকে আমি তোমার জন্য-
খুলে দিলাম মনের ডোর,
তুমি এসে খুশির আলোয়-
এনেছো নতুন ভোর ।
মনের কষ্টের অন্ধকার আজ-
মেনেছে তো হার,
দুটি জীবন দুজনে মিলে-
করে দেবো পার ॥
--:::-- --:::-- --:::--
এই ছোট্ট ব্লগে ছোট ছোট পোস্ট দিয়ে আমার মনের অভিব্যক্তি গুলো প্রকাশ করার চেষ্টা করি । আমার সব অভিব্যক্তি যে আপনার ভালো লাগবে তা কিন্তু মোটেও নয় । তবে আমার সামান্য জ্ঞানে যতদূর পারি আপনাদের আনন্দ যোগানোর চেষ্টা করবো । আর কোথাও যদি কোন ভুল আপনার চোখে পড়ে যায় তাহলে তা শুধরে দিলে খুব খুশি হবো ।
শনিবার, ৭ জুন, ২০১৪
তুমি এসেছো তাই
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন