আকাশের ঐ মেঘের সাথে
বলবো কথা আজ,
তাইতো দাড়িয়ে আছি আমি
উচু রেখে মাথা আজ ।
ছুঁয়ে যায় সাদা মেঘ
ভিজিয়ে দিয়ে মন,
ভালো লাগে দেখতে আমার
এই বিশ্ব ভুবন ।
পাহাড়ি কন্যার নূপুর ছন্দে
হারায় আমার ঠিকানা,
বর্ষাকালে তাদের বিরহে
ঝরায় চোখের ঝরণা ।
ইচ্ছে আমার বদ্ধ জাগে
মিলিয়ে দিতে সুর,
মাচাং ঘরে বসে যখন তারা
বাজায় সুমধুর ।
সকাল হলে কলসী নিয়ে
যখন আনে জল,
নীরবে দেখি তাদের হাসি
আনন্দে জলমল ।
আশ্বিন মাসে যখন তোলে
জুমের সোনালী ধান,
তখন তাদের রঙীন স্বপ্নে
খুশিতে ভরে প্রাণ ॥
★ ★ ★
এই ছোট্ট ব্লগে ছোট ছোট পোস্ট দিয়ে আমার মনের অভিব্যক্তি গুলো প্রকাশ করার চেষ্টা করি । আমার সব অভিব্যক্তি যে আপনার ভালো লাগবে তা কিন্তু মোটেও নয় । তবে আমার সামান্য জ্ঞানে যতদূর পারি আপনাদের আনন্দ যোগানোর চেষ্টা করবো । আর কোথাও যদি কোন ভুল আপনার চোখে পড়ে যায় তাহলে তা শুধরে দিলে খুব খুশি হবো ।
শনিবার, ৭ জুন, ২০১৪
ঘুমন্ত পাহাড়ের স্বপ্ন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন